প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ১৫:৩৬
বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘর থেকে বের হয়ে আকাশের দিকে মাথা উঠিয়ে ৪টি গুরুত্বপূর্ণ বিষয়ে মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। যে বিষয়গুলো থেকে আশ্রয় চাওয়া গোটা মানবজাতির জন্য একান্ত আবশ্যক। হাদিসে এসেছে-হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখনই আমার ঘর খেবে বের হতেন; তখনই আকাশের দিকে মাথা উঠিয়ে বলতেন-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَىَّ
অর্থ : 'হে আল্লাহ! আমি আপনার কাছে পথভ্রষ্ট হওয়া বা (কাউকে) পথভ্রষ্ট করা থেকে আশ্রয় চাই; গোনাহ করা বা (কাউকে) গোনাহের দিকে ধাবিত করা থেকে আশ্রয় চাই; (কাউকে) অত্যাচার করা ও (কারো দ্বারা) অত্যাচারিত হওয়া থেকে আশ্রয় চাই; অজ্ঞতা প্রকাশ করা বা অজ্ঞতা প্রকাশের পাত্র হওয়া থেকেও আশ্রয় চাই।'