পবিত্র রমজান মুমিন বান্দাদের জন্য প্রশিক্ষণের মাস। দীর্ঘ এক মাস নিয়মানুবর্তিতা সহকারে প্রশিক্ষণ গ্রহণ করে বাকি ১১ মাস আল্লাহর বিধিবিধান পালনের মাধ্যমে জীবন পরিচালনার জন্য পবিত্র রমজানের রোজা ফরজ করা হয়েছে।রোজা প্রতিবছর পূর্ণ একটি মাস ধরে দিন-রাত প্রত্যেক সামর্থ্যবান মুসলমানকে ইসলামী শরিয়ত পালনে অভ্যাস করায়।
রমজানের রোজার মাধ্যমে বান্দা রহমত, মাগফিরাত ও নাজাতের সু-সংবাদের আনন্দ লাভ করে। ঈদুল ফিতরের দিন তার আংশিক বহিঃপ্রকাশ ঘটে। আল্লাহ এর মাধ্যমে বান্দার আনন্দের সামান্য নমুনা দেখান। মুমিনের আসল আনন্দ তো হবে বেহেশতে আল্লাহর সান্নিধ্যের মাধ্যমে।সত্যিকারের আনন্দ বা খুশি আসে আল্লাহর আনুগত্য বা আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে। তাই রমজানে আল্লাহর নির্দেশিত আদেশ-নিষেধ মেনে চললেই আনন্দ পূর্ণতা লাভ করবে।
রমজান পরবর্তী সময়ে করণীয়
ইনিউজ ৭১/ জি.হা