প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫, ২০:২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করে। তবে নির্ধারিত সময়ের আগেই সভাপতি ও সহসভাপতি পদের সম্ভাব্য ফলাফল অনলাইনে ফাঁস হয়ে যায়, যা নিয়ে ক্রিকেটপ্রেমী ও বোর্ড সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয় কৌতূহল।
ভোটগ্রহণ শেষে হাতে পাওয়া একটি তথাকথিত ফলাফলের কাগজে দেখা যায়, সভাপতি পদে আবারও নির্বাচিত হতে যাচ্ছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সহসভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে নাজমুল আবেদিন ফাহিম ও সাবেক সভাপতি ফারুক আহমেদের। যদিও এই ফলাফল এখনও আনুষ্ঠানিক নয়, তবে অনেকেই ধারণা করছেন এই তালিকাই শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হতে পারে।
বিসিবি সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি পুনরায় সভাপতি হতে যাচ্ছেন। ক্রিকেট বোর্ডে দীর্ঘদিন ধরে জড়িত থাকা বুলবুলের নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ক্রিকেটে এসেছে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন।
নির্বাচনে ক্যাটাগরি–১ থেকে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। তারা দুজনই দেশের ক্রিকেট উন্নয়নের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। অন্যদিকে ক্লাব পর্যায়ের ক্যাটাগরি–২ থেকে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, যিনি বোর্ডের অভিজ্ঞ প্রশাসক হিসেবেও পরিচিত।
সবকিছু ঠিকঠাক থাকলে বিসিবির আগামী মেয়াদে সভাপতি ও দুই সহসভাপতির দায়িত্ব নেবেন এই তিনজনই। তাদের নেতৃত্বে নতুন পরিচালনা পর্ষদ আগামী দিনের কার্যক্রম শুরু করবে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া তথাকথিত ফলাফল নিয়ে বিসিবি নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। কমিশনের এক সদস্য জানিয়েছেন, আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের আগে কোনো তথ্য বিশ্বাসযোগ্য নয়। রাত ৯টার দিকে চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই জানা যাবে কারা আসছেন ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে।
এদিকে ক্রিকেট মহলে এই নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, অভিজ্ঞ ও প্রাক্তন ক্রিকেটারদের নেতৃত্বে বিসিবি নতুন দিকনির্দেশনা পাবে।