বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। চলতি বছরের এপ্রিল মাসে বিসিবির দায়িত্ব নেওয়া বুলবুল এবার কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই সভাপতি নির্বাচিত হয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ২৫ পরিচালক নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ক্যাটাগরি-১ এ ৭১ জন কাউন্সিলর থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা হলেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান, হাসানুজ্জামান, রাহাত শামস ও শাখাওয়াত হোসেন।
ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি-২ থেকে ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা হলেন ফারুক আহমেদ, ইশতিয়াক সাদেক, আদনান রহমান (দীপন), ফায়াজুর রহমান, আবুল বাশার, শাহনিয়ান তানিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, আমজাদ হোসেন, মনজুর আলম, ইফতেখার আহমেদ মিঠু ও মেহরব আলম চৌধুরী।
তৃতীয় ক্যাটাগরিতে ৪৫ জন কাউন্সিলরের ভোটে খালেদ মাসুদ পাইলট পরিচালক নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আসিক ও এম ইসফাক আহসান।
বুলবুলের সভাপতি পদে নির্বাচিত হওয়ায় দেশের ক্রিকেটের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। তার দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেট প্রশাসনে সংস্কার এবং উন্নয়নের জন্য কার্যক্রম শুরু হয়েছে।