প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ১৬:১২
সৌদি আরবে আগামীকাল শুক্রবার প্রথম রমজান। কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইশার পরপরই শুরু হবে রমজানের বিশেষ নামাজ তারাবিহ। তবে এবার করোনা পরিস্থিতির কারণে এ দুই পবিত্র মসজিদ ১০ রাকাআত তারাবিহ পড়া হবে।
দুই পবিত্র মসজিদে প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ আল-সৌদ আগেই জানিয়েছিলেন যে, এবারের প্রতিদিনের তারাবিহ নামাজ দুজন ইমাম পরিচালনা করবেন। প্রথমজন ৩ সালামে ৬ রাকাআত পড়াবেন। দ্বিতীয়জন ২ সালামে ৪ রাকাআত তারাবিহ, বিতর এবং দোয়া করবেন। শায়খ সুদাইসি ঘোষিত এ ধারাবাহিকতা চলবে ২০ রমজান পর্যন্ত। ২১ রমজান থেকে সন্ধ্যা রাতের বিতর অনুষ্ঠিত হবে না। শেষ রাতের ১০ তাহাজ্জুদের পর পড়া হবে বিতর।