প্রকাশ: ৭ অক্টোবর ২০২৫, ২০:১
চট্টগ্রামের মদুনাঘাটে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে গুলিবিদ্ধ হয়ে হাকিম চৌধুরী (৫০) নামের বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। প্রাইভেট কারযোগে রাউজান থেকে চট্টগ্রাম শহরে আসার পথে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। আহত অবস্থায় তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।