আশাশুনিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলায় কার্যরত বিভিন্ন এনজিও'র সহযোগিতায়, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম। সহকারী সমাজ সেবা অফিসার শাহিনুর ইসলামের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, প্রাণি সম্পদ বিভাগের ভেটেনারী সার্জন ডাঃ আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল করিম, ব্র্যাকের সহিদুল ইসলাম, বারসিক উপজেলা ম্যানেজার আসাদুল ইসলাম, সাসের ফারুক হোসেন, আইডিয়ালের সুব্রত বাছাড়, ইএসডিও'র মাসুক রহমান, উন্নয়ন প্রচেষ্টার মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।