প্রকাশ: ৭ জুলাই ২০২৫, ১২:৪৫
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। সোমবার সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নির্ধারিত দিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে।
বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা তাদের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে। পাশাপাশি মোবাইল ফোনের মেসেজ অপশনে SSC বোর্ডের প্রথম তিন অক্ষর রোল নম্বর পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল জানা যাবে। এ ব্যবস্থা সারাদেশের শিক্ষার্থী ও অভিভাবকদের দ্রুত ও সহজে ফল জানার সুবিধার্থে রাখা হয়েছে।
চলতি বছর সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। অন্যদিকে, মাদরাসা বোর্ডের আওতায় দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন শিক্ষার্থী। কারিগরি বোর্ডের অধীনে অংশ নিয়েছেন আরও ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী।
পরীক্ষা শুরুর আগে থেকেই শিক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা ছিল প্রবল। পরীক্ষার দিন পেছানোসহ নানা জটিলতার মধ্য দিয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের যাত্রা ছিল চ্যালেঞ্জিং। তবে নির্ধারিত সময়ে ফল প্রকাশের ঘোষণা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে আরও জানা গেছে, ফলাফল প্রকাশের পর প্রতিটি বোর্ড তাদের নিজস্ব পদ্ধতিতে ফলাফল পর্যালোচনা ও পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ করবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা ফলাফল প্রকাশের দিনেই জানিয়ে দেওয়া হবে।
সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, ১০ জুলাই সকালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ফলাফল সংক্ষেপে উপস্থাপন করা হবে। এরপর তা দেশব্যাপী একযোগে প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বোর্ডগুলোর ওয়েবসাইটে ফলাফল প্রকাশ উপলক্ষে প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
ফলাফল প্রকাশের এই দিনটি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দেশের শিক্ষা ব্যবস্থার জন্যও এটি একটি বড় মুহূর্ত। সবার নজর এখন ১০ জুলাইয়ের দিকেই।