প্রকাশ: ৭ জুলাই ২০২৫, ১১:৫৩
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যা দিয়েছেন। রোববার রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। সামান্তা বলেন, কারবালার ইতিহাস মানব ইতিহাসে ন্যায়বিচার, সত্য ও স্বাধীনতার প্রতীক, যা গাজা থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জনপদে উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা হয়ে থাকবে।
তিনি কারবালার নারীদের সংগ্রামের কথা স্মরণ করে বলেন, উম্মে লাইলা, রাবাব বিনতে ইমরুল কায়েস এবং হযরত জয়নাবের মতো নারীরা স্বামী-সন্তান, পিতা-ভ্রাতার শাহাদাতের পরেও জালিমের কাছে নতিস্বীকার করেননি। তাঁরা দৃঢ় ও মর্যাদাবান ছিলেন। সামান্তা শারমিন বলেন, কারবালার নারীদের ত্যাগ বিশ্বের সব মুক্তিকামী নারীদের জন্য দৃষ্টান্ত।
তিনি আরও উল্লেখ করেন, জুলাইয়ের সেই তরুণীর স্মৃতিতে আমরা অঙ্গীকারবদ্ধ, যিনি প্রশ্ন রেখেছিলেন ‘আমার কি বিধবা হবার বয়স হইছে?’ সামান্তা বলেন, বাংলার ইয়াজিদ শেখ হাসিনার শাসনে কত নারী অকাল বিধবা হয়েছে গুম, খুন ও ক্রসফায়ারে। এই কাহিনি একত্র করলে মহাভারতের স্ত্রীপর্বও মলিন হয়ে পড়বে।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক নারীর সন্তান হারানোর শোক ও অকাল বিধবার নিদারুণ বেদনার বিষয়ে দুনিয়ার প্রতিটি জনপদে চিন্তাভাবনা পুনর্মূল্যায়নের আহ্বান জানান। তিনি বলেন, নারী অধিকার প্রশ্নে আমাদের মনোভাব পরিবর্তন জরুরি। নারী-পুরুষ সমতার জন্য এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলাই সমাজের সামনে আসা একান্ত প্রয়োজনীয় বিষয়।
সামান্তার এই বক্তব্য সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে। তিনি দেশের চলমান রাজনৈতিক পরিবেশে নারীদের ওপর প্রভাবিত ভয়াবহ অবস্থার প্রতিফলন তুলে ধরেছেন। এই মন্তব্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করা হয়।
তিনি তাঁর বক্তব্যে নারীদের সম্মান, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে সকলের দায়িত্বের উপর জোর দিয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে নারীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সক্রিয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সামান্তা শারমিন।
এসব প্রসঙ্গে তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সকল অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করেছেন। তার ভাষায়, ন্যায় ও মানবিকতার পক্ষে দাঁড়ানোই আমাদের সমাজের উন্নয়নের পথ।