সময় না নিয়ে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন- রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক
সৌরভ নূর , বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ১৫ই জানুয়ারী ২০২৫ ০২:৪৪ অপরাহ্ন
সময় না নিয়ে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন- রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে। তিনি বলেছেন, সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করলেও কালক্ষেপণ না করে নির্বাচন ঘোষণার প্রয়োজনীয়তা এখন বেশি।  


মঙ্গলবার রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রিজভী বলেন, দেশের পরিস্থিতি সংকটময় হয়ে উঠছে, তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করার প্রয়োজনীয়তা অনুভব করছে জনগণ। তিনি আরও বলেন, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।  


গণতন্ত্রের আন্দোলনের সব দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সমর্থন জানানো হয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, দেশের জন্য তিনি একজন গুণী মানুষ এবং তার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশের জন্য সম্মানজনক। তবে, যদি তাকে বিভ্রান্ত করা হয় তবে তা জনগণের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে।  


রিজভী সরকারের গতিশীলতার জন্য আরও একধাপ এগিয়ে গিয়ে বলেন, যে ব্যক্তি দেশের উন্নতির জন্য কাজ করছেন, তাকে বিভ্রান্ত করার চেষ্টা করা উচিত নয়। তিনি যে কাজ করছেন, তা দেশের জনগণের জন্য অমূল্য।  


শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্র নীতির বিষয়েও মন্তব্য করেছেন রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিলেন, যা দেশের জনগণের জন্য অগ্রহণযোগ্য। তিনি বলেন, বাংলাদেশের নীতি এবং ভবিষ্যত শুধুমাত্র এদেশের জনগণই নির্ধারণ করবে। অন্য কোনো দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না।  


রিজভী আরও বলেন, বাংলাদেশের জনগণেই রয়েছে দেশের সঠিক নীতি নির্ধারণের ক্ষমতা। তাদের মতামত ছাড়া অন্য কোনো দেশ বাংলাদেশের উন্নয়ন এবং পররাষ্ট্র নীতি নির্ধারণ করতে পারে না। তিনি বলেন, জনগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তই জাতীয় নীতির সঠিক পথ নির্ধারণ করবে।  


এ সময় রিজভী রাজশাহী মহানগর যুবদলের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন, শীতকালীন এই সহায়তার মাধ্যমে দলের প্রতি জনগণের বিশ্বাস ও আস্থা আরও বাড়বে। তিনি আরও বলেন, এমন উদ্যোগ দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ।  


এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা, সদস্যসচিব মামুন অর রশিদ, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। তারা সবাই রিজভীর আহ্বানকে সমর্থন জানিয়ে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার প্রয়োজনীয়তা উপর জোর দেন।