বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না বলে অভিযোগ করেছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেন, ‘জেনারেল শওকত আলী বলেছিলেন- জিয়া এবং তিনি বাধ্য হয়েই মুক্তিযুদ্ধে গিয়েছেন। তিনি ওপারে গিয়েছেন পাকিস্তানের গোচর হিসেবে। আমি এভিডেন্সসহ বলছি ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার মূল নায়ক ছিলেন মেজর জিয়া। তিনি কোনও যুদ্ধে করেননি। জিয়া মোটেও মুক্তিযোদ্ধা ছিলেন না। যদিও তিনি যুদ্ধে গিয়েছিলেন। তিনি যুদ্ধে গেছেন পাকিস্তানিদের হয়ে।’
সোমবার (৭ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে "নির্বাচন-২০১৮: অপরাজনীতির প্রস্থান ও নতুন অধ্যায়ের সূচনা" শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। জাগো বাংলা ফাউন্ডেশন এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। মানিক বলেন, “ তিনি ‘মুসলমানদের আত্মসমর্পণের চিহ্ন রাখতে নেই’ এমন কথা বলে সোহরাওয়ার্দীর চেহারা পাল্টে দিয়েছিলেন। তার মানে তিনি মুক্তিযুদ্ধে বিশ্বাসী ছিলেন না।” অনুষ্ঠানে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব) মোহাম্মদ আলী শিকদার অভিযোগ করেন, ‘জিয়াউর রহমানই দেশে অপরাজনীতির জন্ম দিয়েছেন। তার দল যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করে দেশকে কলঙ্কিত করেছে।’
এ সময় বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বলেন, ‘অপরাজনীতির প্রস্থান ও নতুন অধ্যায়ের সূচনা একটি চলমান প্রক্রিয়া। এটা অব্যাহত রাখতে হবে।’ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেন, ‘বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে হত্যা করেনি, করেছে একটি চক্র। এর কারণে বাংলাদেশ বহু বছর পিছিয়ে গেছে। ব্যক্তি স্বার্থ দূর করে রাজনীতি করতে হবে। আমাদের সংস্কৃতির পরিবর্তন করতে হবে। অপসংস্কৃতি দূর করতে হবে তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।’বৈঠকে সাংবাদিক সুভাষ সিংহ রায় বলেন, ‘বাংলাদেশের ইতিহাস বিকৃত করার জন্য কী না করা হয়েছে? আজকের বাংলাদেশ এক নতুন বালাদেশ। বিএনপিকে এখন মাইনাস ৩টি ফর্মুলা বাস্তবায়ন করতে হবে। এগুলো হচ্ছে তারেক রহমান, জামায়াত ইসলাম ও জঙ্গিবাদ।’
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।