প্রকাশ: ৪ জানুয়ারি ২০১৯, ১:১২
ভোটের পর কর্মীদের 'ধন্যবাদ' জানাতে নির্বাচন কমিশনের পিঠা উৎসব আর 'বার-বি-কিউ' এর আয়োজনে 'আদিম বর্বরতার' ছাপ দেখতে পাচ্ছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আদিম মানুষেরা পশু শিকার করার পর যেমন উৎসব করত, তেমনি গণতন্ত্রকে বলি দিয়ে তারা সেই উৎসব করেছে। রিজভীর ভাষায়, কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন 'নির্লজ্জ' বলেই এ কাজটি তারা করতে পেরেছে। শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ৩০ ডিসেম্বরের ওই নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২৮৮টিই গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের শরিকদের হাতে। অন্যদিকে বিএনপি ও তাদের শরিকরা পেয়েছে সাতটি আসন, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। ক্ষমতাসীনদের বিরুদ্ধে অনিয়ম ও কারচুপির অভিযোগ তোলা বিএনপি নির্বাচন কমিশনের কাছে পুনঃনির্বাচনের দাবি জানিয়েও সাড়া পায়নি। রিজভী বলেন, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এমনকি আদালতকে ব্যবহার করে সরকার একতরফাভাবে জনগণবিরোধী অগণতান্ত্রিকভাবে মহা ভোট ডাকাতি, মহা ভোট জালিয়াতির নির্বাচন করেছে। এই ভোটের একটা পার্ট হচ্ছে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব