ঐক্যবদ্ধ না থাকলে বাংলাদেশে আবারও গুপ্ত স্বৈরাচারের উত্থান হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে দক্ষিণ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গত ১৬ বছর বাংলাদেশে ডাকাত পড়েছিলো। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই ডাকাতকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদেরকে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, জনগণকে যদি সঠিকভাবে বোঝাতে না পারি, তবে যেভাবে স্বাধীনতার পর স্বৈরাচার চাপিয়ে বসেছিলো, কিংবা ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে ২০০৮ সালের নির্বাচনে যেভাবে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিলো— তেমনি আগামী দিনে গুপ্ত স্বৈরাচার আবারও আবির্ভূত হতে পারে। তাই আমাদেরকেই দেশ ও মানুষকে রক্ষা করতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন স্থানীয় নেতারা। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। উদ্বোধন করেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
দলীয় সূত্র জানায়, দক্ষিণ জেলা বিএনপির এই সম্মেলনের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এ সময় নতুন কমিটি ঘোষণা করা হয়, যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পান জাকারিয়া তাহের সুমন এবং সাধারণ সম্পাদক হিসেবে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।