জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি এখন ইতিহাসের পাতায় সমাপ্ত হয়ে গেছে। জনগণ বুঝে গেছে কোনটা আসল রাজনৈতিক কর্মসূচি আর কোনটা সাজানো নাটক।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে এক বিতর্ক প্রতিযোগিতায় যোগ দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। সেই টাকা ফেরত এনে সন্ত্রাসী কায়দায় টোকাই দিয়ে মিছিল করানো হচ্ছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে না।
সারজিস আলম আরো বলেন, আওয়ামী লীগের লোকবল নাকি টোয়েন্টি-থার্টি পার্সেন্ট। বাস্তবে আওয়ামী লীগের এমন শক্তি কখনোই ছিল না। রাজনৈতিক প্রোগ্রামে তারা সবসময় ভাড়া করা লোক দিয়ে মাঠ সাজিয়েছে। যদি আওয়ামী লীগের এত লোকবল থাকত, তবে জুলাই–আগস্টে ছাত্র-জনতা রাজপথে নামার সময় তারা কোথায় ছিল?
তিনি অভিযোগ করে বলেন, এখন বিদেশ থেকে টাকা এনে ভোরবেলা কয়েকজন টোকাই ভাড়া করে রাস্তায় নামানো হয়। এরপর ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে নিজেদের শক্তি দেখানোর চেষ্টা করা হয়।
সারজিস আলম জোর দিয়ে বলেন, এই অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে, তাদের রাজনৈতিক বাস্তবতা এখানেই শেষ হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অধ্যায় এখন ক্লোজড।