প্রকাশ: ২০ মে ২০২৫, ১৮:৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মঙ্গলবার বিকালে শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। টানা বৃষ্টির মাঝেও বিক্ষোভ থেমে থাকেনি, নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগানে সরব হয়ে ওঠেন।
বিকাল সাড়ে ৩টায় ছাত্রদলের শতাধিক নেতাকর্মী মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ এবং ‘বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’— এসব স্লোগানে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান।
এই কর্মসূচির ফলে শাহবাগ মোড় এলাকায় যান চলাচল একপর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে যায়। পথচারীরা দুর্ভোগে পড়েন এবং যানবাহনের দীর্ঘ লাইন গড়ে ওঠে আশপাশের সড়কে।
ছাত্রদলের নেতারা জানান, প্রশাসন যদি এই হত্যাকাণ্ডের বিচারে নিষ্ক্রিয় থাকে, তাহলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যাবেন। এর আগেও রোববারের কর্মসূচিতে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে তারা বলেছিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
তারা স্পষ্টভাবে বলেন, সরকারের সদিচ্ছা না থাকলে যমুনা টেলিভিশন ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার না করা হলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেন।
সাম্য হত্যাকাণ্ড ঘটে গত ১৩ মে রাতে। সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর পরদিন নিহতের ভাই শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা না হওয়ায় ক্ষোভ বাড়ছে সহপাঠীদের মাঝে।
শাহরিয়ার সাম্য ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ও নিরাপত্তাহীনতার আতঙ্ক।