প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৫:০
ময়মনসিংহে অনুষ্ঠিত জামায়াতের এক কর্মী সম্মেলনে দলটির আমির ডা. শফিকুর রহমান স্থানীয় সরকার নির্বাচন দ্রুত দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে বিভিন্ন স্থানে স্থানীয় প্রতিনিধি না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। নির্বাচন কমিশনের সদিচ্ছা ও দক্ষতা যাচাই করতে হলে দ্রুত নির্বাচনের বিকল্প নেই।
শুক্রবার ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। দীর্ঘ ১৭ বছর পর জামায়াতের এ ধরনের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
তিনি বলেন, জনগণ এখন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সন্দিহান। তাই নির্বাচন কমিশন যদি প্রকৃত অর্থেই নিরপেক্ষ ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তা প্রমাণ করতে হবে।
জাতীয় সংসদে আনুপাতিক হারে নির্বাচন ও উচ্চ-নিম্নকক্ষ গঠনের দাবিও জানান জামায়াত আমির। তিনি বলেন, নির্বাচনে যদি বিশেষ কোনো দলকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না।
নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ডা. শফিক বলেন, উক্ত রিপোর্টে কোরআন ও সুন্নাহর পরিপন্থী বেশ কিছু সুপারিশ করা হয়েছে। তিনি মনে করেন, যারা এসব সুপারিশ করেছেন তারা দেশের কোটি কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না।
তিনি জানান, যেসব জায়গায় সমাজকে ইসলামী মূল্যবোধের বাইরে নিয়ে যাওয়ার প্রচেষ্টা হয়েছে, তা কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না। দেশে ফিরেই প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন বাতিলের আহ্বান জানানোর কথাও জানান তিনি।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে ডা. শফিক বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
সম্মেলনের সময় সার্কিট হাউজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিভিন্ন এলাকা থেকে আগত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন সম্মেলনে। অনুষ্ঠানটি দলীয় ঐক্য ও আন্দোলনের নতুন বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।