প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৬:১১
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন দেখতে চায়, এমন দাবি করেছে দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকটি ঘণ্টা খানেক স্থায়ী হয়, এবং তার পরপরই জামায়াত আমির বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া প্রতিশ্রুতি নিয়ে তার দল পর্যবেক্ষণ করছে। জামায়াতের দাবি, তারা চায় আগামী রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে জনগণ দ্রুত তাদের অধিকার ফেরত পায়।