বাংলাদশে প্রসঙ্গে অমর্ত্য সেনের নাক গলানো নিয়ে জামায়াতের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার ৩রা মার্চ ২০২৫ ০২:৫৭ অপরাহ্ন
বাংলাদশে প্রসঙ্গে অমর্ত্য সেনের নাক গলানো নিয়ে জামায়াতের কড়া বার্তা

অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশের সেনাবাহিনী, গণমাধ্যম এবং সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দির ভাঙচুরসহ নানা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। অমর্ত্য সেনের এসব বক্তব্যের পর, বাংলাদেশের জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।


সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে শফিকুর রহমান মন্তব্য করেন, “ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলেছেন। জানি না তার বিবেক কোথায়?” জামায়াত আমির বলেন, বাংলাদেশকে সহনশীলতার শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই এবং অমর্ত্য সেনকে নিজের দেশ এবং সমাজের আয়নায় নিজেকে দেখতে পরামর্শ দেন। তিনি প্রশ্ন তোলেন, অমর্ত্য সেন বাংলাদেশে আসার আগে তার দেশের পরিস্থিতি কেন দেখেননি।


শফিকুর রহমান আরও লেখেন, “বাংলাদেশের জনগণ টানা সাড়ে ১৫ বছর সেক্যুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে।” তিনি দাবি করেন, অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা বক্তব্য প্রদান করছেন, যা অত্যন্ত বিস্ময়কর, অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। জামায়াত আমির আরও জানান, অমর্ত্য সেন জামায়াতে ইসলামের সম্পর্কে যা বলেছেন, তা পুরোপুরি ভিত্তিহীন এবং ভুল ধারণা থেকে মন্তব্য করা হয়েছে।


তিনি তার পোস্টে সংখ্যালঘুদের নির্যাতনকারী হিসেবে আওয়ামী লীগকে চিহ্নিত করেন। শফিকুর রহমান বলেন, “সাহস থাকলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলুন, কিন্তু আপনি তা পারবেন না কারণ আপনি একটি সীমাবদ্ধ সুশীল সমাজের অংশ।” তিনি শেষ করেন, “বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে বিদেশিদের নাক গলানো দেশপ্রেমিক জনগণের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়।”


অমর্ত্য সেনের বাংলাদেশ নিয়ে এসব বক্তব্যের পর, জামায়াতের নেতার পক্ষ থেকে এই রকম কঠোর প্রতিক্রিয়া প্রকাশ করা হয়েছে।