সিরাজগঞ্জের তাড়াশে মামা, মামী ও মামাতো বোনকে নৃশংসভাবে হত্যা করার অপরাধে ঘাতক রাজিব কুমার ভৌমিককে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ রবিবার (২০ এপ্রিল) বিকেল তিনটায় সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা ও জেলা জজ আদালত-৩ এর বিচারক মো. মাহবুবুর রহমান এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৭ জানুয়ারি সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার বারোয়ারি বটতলা এলাকায় নিজ বাসায় বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) এবং তাদের একমাত্র কন্যা পারমিতা সরকার তুষিকে (১৫) গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় পরদিন নিহত স্বর্ণা রানীর ভাই সুকোমল সাহা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে মোবাইল ফোনের কললিস্ট ও প্রযুক্তির সহায়তায় ঘাতক রাজিব ভৌমিকের সংশ্লিষ্টতা উদঘাটন করে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে, সে মামা বিকাশ সরকারের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড সংঘটনের কথা স্বীকার করে।
রাজিব ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনার ভিত্তিতে আদালত আজ এ রায় দেন।
ঘাতক রাজিব কুমার ভৌমিক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ভৌমিক ও প্রমিলা রানী ভৌমিকের পুত্র। নিহত বিকাশ সরকার তার আপন মামা ছিলেন।
তাড়াশে এই ত্রিমুখী হত্যাকাণ্ড পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। রায়ের পর নিহতদের পরিবার কিছুটা স্বস্তি প্রকাশ করলেও, সন্তানের নির্মম মৃত্যুর ক্ষত এখনও হৃদয়ে রয়ে গেছে বলে জানান নিহত পারমিতার মা-বাবার স্বজনরা।