রাজবাড়ীর গোয়ালন্দে এক বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগে কৃষক লীগ নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। পুলিশ ইতোমধ্যে একজন আসামিকে গ্রেফতার করেছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার বাসিন্দা ও বালু ব্যবসায়ী মিলন অভিযোগ করেছেন, গত ১৯ এপ্রিল দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ থেকে বলগেটের মাধ্যমে বালু এনে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় তাঁর চতালে ড্রেজিং মেশিন দিয়ে বালু ফেলা হচ্ছিল। এসময় কৃষক লীগ নেতা বাকেন শেখসহ আরও চার-পাঁচজন সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে গালিগালাজ করে, ড্রেজিং মেশিন বন্ধ করে দেয় এবং পাইপ ভাঙচুর করে।
মিলনের অভিযোগে আরও বলা হয়, এসময় অভিযুক্তরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে ১ লাখ টাকা অগ্রিম চাঁদা দাবি করে এবং বলেন, প্রতিটি বলগেট থেকে নিয়মিত ৫ হাজার টাকা করে না দিলে তাঁকে বালুর ব্যবসা করতে দেওয়া হবে না।
এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় দায়ের করা মামলায় যাদের আসামি করা হয়েছে, তারা হলেন—দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক বাকেন শেখ (৪২), ফারুক মোল্লা (২৭), হানিফ দেওয়ান (৫৫), জীবন প্রামাণিক (৩৮) এবং অজ্ঞাত আরও ৩-৪ জন।
অভিযুক্ত বাকেন শেখ মুঠোফোনে জানান, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, মিলন ও জগোদিস তাঁর কাছ থেকে বালু কিনে ব্যবসা করতেন এবং তাঁদের কাছে তাঁর ৬০ থেকে ৭০ হাজার টাকা পাওনা রয়েছে। সেই টাকা না দিয়ে অন্য উৎস থেকে বালু কিনে ব্যবসা করায় তিনি ড্রেজিং মেশিন বন্ধ রাখার কথা বলেছেন, চাঁদার কোনো প্রশ্নই ওঠে না।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে ফারুক নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।