দেবীদ্বারে একমাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী সোহাগের

শফিউল আলম রাজিব
শফিউল আলম রাজিব

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ২০:১৪

শেয়ার করুনঃ
দেবীদ্বারে একমাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী সোহাগের
দেবীদ্বারের নিখোঁজ শারিরীক ও বাক প্রতিবন্দী মোহাম্মদ রাকিব হোসেন সোহাগ (ছবি সংগৃহীত)

কুমিল্লার দেবীদ্বারে খালার বাড়িতে ইফতার দিয়ে ফেরার পথে নিখোঁজ হওয়া শারীরিক ও বাকপ্রতিবন্ধী তরুণ মোহাম্মদ রাকিব হোসেন সোহাগ (২১)-এর এক মাস সাত দিন পার হলেও এখনও সন্ধান মেলেনি। নিখোঁজের পর থেকে তার পরিবারে নেমে এসেছে চরম দুর্দশা। হার্টের রোগে আক্রান্ত পিতা মোহাম্মদ মোরশেদ আলম (৪৬) হয়ে পড়েছেন কর্মহীন, অন্যদিকে মানসিক যন্ত্রণায় অসুস্থ মা শেলিনা বেগম (৩৮) হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটে ১৪ রমজান (১৪ মার্চ) বিকেলে, দেবীদ্বার উপজেলার ৯নং গুনাইঘর ইউনিয়নের গুনাইঘর গ্রামে। ইফতার সামগ্রী নিয়ে প্রতিবেশী গ্রামে খালার বাড়িতে যান প্রতিবন্ধী সোহাগ। সেখান থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ওই দিন রাতেই সোহাগের বাবা দেবীদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

সোহাগ তার পরিবারের একমাত্র পুত্র সন্তান, তার আরও তিনজন ছোট বোন রয়েছে। পিতা অটোচালক হিসেবে দিনমজুরি করতেন। নিখোঁজ সন্তানের খোঁজে তিনি দিনের পর দিন থানায়, গ্রামে, আত্মীয়দের বাড়ি এবং হাসপাতাল ঘুরে বেড়িয়েছেন। কিন্তু কোনো সূত্র পাননি। অসুস্থ শরীর নিয়েও সন্তানের খোঁজে দিনরাত ছুটে বেড়াচ্ছেন তিনি। বর্তমানে তিনি কাজেও যেতে পারছেন না।

সোহাগের মা শেলিনা বেগম জানান, একমাত্র ছেলের কথা ভেবে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন, শেষমেশ তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “আমার সোহাগের হাড়গোড়ও যদি কেউ খুঁজে পায়, আমি তাকে বুকে জড়িয়ে মরতে চাই।”

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif
এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, নিখোঁজ ডায়েরি হওয়ার পর থেকেই পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোহাগের সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

একজন দরিদ্র পরিবারের প্রতিবন্ধী ছেলের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাটি স্থানীয়ভাবে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। পরিবারটি আশাবাদী—জনগণের সহানুভূতি ও প্রশাসনের সহায়তায় তারা তাদের প্রিয় সন্তানকে ফিরে পাবে।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের ওপর কিশোর গ্যাংয়ের বেপরোয়া হামলা

ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের ওপর কিশোর গ্যাংয়ের বেপরোয়া হামলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কিশোর গ্যাংয়ের হামলায় আহত হয়েছে দুই আলিম শ্রেণির শিক্ষার্থী। ঘটনাটি ২০ জুলাই ঘটলেও তা সামনে আসে কিছুদিন পর। ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে। আহত শিক্ষার্থীরা হলেন মইন বাবু (১৮) ও আব্দুল্লাহ আল জোবাইর (১৯)। দুজনেই ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র। মইন সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের ময়নুল হকের ছেলে এবং

গোয়ালন্দে প্রীতি ফুটবল ম্যাচে মাদকবিরোধী বার্তা

গোয়ালন্দে প্রীতি ফুটবল ম্যাচে মাদকবিরোধী বার্তা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক চমৎকার প্রীতি ফুটবল ম্যাচ, যার মূল বার্তা ছিল 'মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি'। উপজেলার দৌলতদিয়া হেলিপোর্ট মাঠে শুক্রবার বিকেলে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। সামাজিক সচেতনতা ও ক্রীড়ার সমন্বয়ে এমন আয়োজন এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিযোগিতামূলক এই ম্যাচে অংশ নেয় পাবনা নগরবাড়ী ফুটবল একাদশ এবং স্বাগতিক দৌলতদিয়া ফুটবল একাদশ।

গোপালপুরে কলাবাগান কেটে নিঃস্ব কৃষক, এলাকাজুড়ে ক্ষোভ

গোপালপুরে কলাবাগান কেটে নিঃস্ব কৃষক, এলাকাজুড়ে ক্ষোভ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বানিপাড়া গ্রামের কৃষক মো. শাহিন তার জীবনের সব সঞ্চয় ও শ্রম দিয়ে ৫৬ শতাংশ জমিতে কলার চাষ করেছিলেন। স্বপ্ন ছিল, এই ফসল বিক্রি করে সংসারে স্বচ্ছলতা ফিরবে। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তদের কুৎসিত হাত সেই স্বপ্ন এক নিমিষেই গুঁড়িয়ে দেয়। ৩১ জুলাই বুধবার রাতের কোনো এক সময় পরিকল্পিতভাবে তার কলাবাগানে ঢুকে প্রায় সব গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।

মার্কিন শুল্ক কমায় তৈরি পোশাক রপ্তানিতে স্বস্তি

মার্কিন শুল্ক কমায় তৈরি পোশাক রপ্তানিতে স্বস্তি

মার্কিন বাজারে পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমে ২০ শতাংশ হওয়াকে বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য স্বস্তিদায়ক মনে করছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি মনে করেন, এই পরিবর্তনের ফলে রপ্তানিকারকরা নতুন করে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে এবং মার্কিন বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখা সম্ভব হবে। শুক্রবার (১ আগস্ট) এক লিখিত বক্তব্যে তিনি জানান, গত কয়েক মাস ধরেই পাল্টা শুল্ক নিয়ে একটি

খাগড়াছড়িতে নারীর ঘরে ঘরে স্বনির্ভরতার আলো

খাগড়াছড়িতে নারীর ঘরে ঘরে স্বনির্ভরতার আলো

খাগড়াছড়ি সদর উপজেলার শব্দমিয়া পাড়ায় নারী উন্নয়নের এক ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ৫০ জন দরিদ্র নারীর হাতে তুলে দেওয়া হয়েছে ছাগল, হাঁস ও মুরগি। তাদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস, স্বপ্ন আর সম্ভাবনার নতুন প্রতিচ্ছবি। শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য