প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ২০:১৪
কুমিল্লার দেবীদ্বারে খালার বাড়িতে ইফতার দিয়ে ফেরার পথে নিখোঁজ হওয়া শারীরিক ও বাকপ্রতিবন্ধী তরুণ মোহাম্মদ রাকিব হোসেন সোহাগ (২১)-এর এক মাস সাত দিন পার হলেও এখনও সন্ধান মেলেনি। নিখোঁজের পর থেকে তার পরিবারে নেমে এসেছে চরম দুর্দশা। হার্টের রোগে আক্রান্ত পিতা মোহাম্মদ মোরশেদ আলম (৪৬) হয়ে পড়েছেন কর্মহীন, অন্যদিকে মানসিক যন্ত্রণায় অসুস্থ মা শেলিনা বেগম (৩৮) হাসপাতালে চিকিৎসাধীন।