চট্টগ্রামে জামায়াতের কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২৮শে জুলাই ২০২৩ ০৬:১৫ অপরাহ্ন
চট্টগ্রামে জামায়াতের কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের গাড়ি ভাঙচুর

চট্টগ্রামে জামায়াতের কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। শুক্রবার (২৮ জুলাই) জুমার নামাজের পর নগরের চৌমুহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, বেলা দুইটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয় জামায়াত। তবে অনুমতি না পাওয়ায় তারা নগরের আগ্রাবাদ এলাকার আকতারুজ্জামান শপিং সেন্টারের সামনে ঝটিকা মিছিল বের করে এবং একটি পুলিশ ভ্যান ভাঙচুর করে। এ সময় ডাবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার মুকুর চাকমা গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে।


জামায়াতের চট্টগ্রাম নগর শাখার নায়েবে আমির আজম ওবায়েদ্দুল্লাহ বলেন, শান্তিপূর্ণভাবেই আমাদের কর্মসূচি পালিত হয়েছে। আটকরা আমাদের নেতা-কর্মী নন।


ডবলমুরিং থানার ওসি মো. সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, জামায়াত-শিবিরের একদল নেতা-কর্মী শপিং আকতারুজ্জামান শপিং সেন্টারের সামনে জড়ো হয় মিছিল বের করে। এ সময় তারা একটি পুলিশের ভ্যান ভাঙচুরের পর পালিয়ে যাওয়ায় চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে ১০ জনকে আটক করে।