বিশ্ব মা দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক আবেগঘন বার্তা দিয়েছেন। শনিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের মা বেগম খালেদা জিয়া ও বিশ্বের সব মায়েদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।
তারেক রহমান লিখেছেন, 'মা হচ্ছেন পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একজন মায়ের শিক্ষা ও স্নেহই সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলে। সব ক্লান্তি ও সংগ্রামের মধ্যেও মা তার সন্তানকে আগলে রাখেন।'
তিনি আরও লিখেন, 'আজকের এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রতিটি মায়ের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। মা দিবসে মাতৃত্বের অবদানকে স্মরণ করা হয়।'
বেগম খালেদা জিয়াকে 'গণতন্ত্রের মা' আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন কেটেছে জনগণের সেবায়। তার নেতৃত্বে বিএনপির শাসনামলে নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছিল। স্কুল থেকে ছাত্রীদের ঝরে পড়া রোধে তিনি বিশেষ উদ্যোগ নিয়েছিলেন।'
তিনি আরও যোগ করেন, 'শৈশব থেকে প্রতিটি মানবিক অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকে মায়ের নাম। আজ আমি কামনা করি, প্রতিটি মা যেন তার সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হন। একটি জাতির ভবিষ্যৎ উজ্জ্বল করতে মায়ের ভূমিকা অপরিসীম।'
মা দিবস উপলক্ষে তারেক রহমানের এই বার্তায় মাতৃত্বের মর্যাদা ও সমাজে মায়ের ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। তিনি তার বার্তায় মায়ের প্রতি সন্তানের ভালোবাসার চিরন্তন বন্ধনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
দেশের রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়ার অবদানের পাশাপাশি একজন মা হিসেবেও তার ভূমিকার কথা উল্লেখ করেন বিএনপির এই নেতা। তার এই বার্তায় ব্যক্তিগত আবেগ ও রাজনৈতিক দর্শনের সমন্বয় দেখা গেছে।
মা দিবসের এই বিশেষ বার্তায় তারেক রহমান সমাজে মায়েদের অবস্থানকে আরও মজবুত করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, প্রতিটি সন্তান যেন মায়ের শিক্ষা ও আদর্শকে ধারণ করে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।