প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৭:০
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। সেনা বাহিনী জানিয়েছে, তাদের অভিযানে নিহত হয়েছে কমপক্ষে ১০ সন্ত্রাসী। বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এসব তথ্য জানায়। সোমবার (২৮ এপ্রিল) এবং মঙ্গলবার বেলুচিস্তানের কেচ ও জিয়ারাত জেলায় সেনাবাহিনীর নেতৃত্বে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।