ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনার সংসদ সদস্য সঞ্জয় রাউত বলেছেন, বাংলাদেশিদের ভারত থেকে বের করে দেওয়া উচিত এবং এটি শেখ হাসিনাকে দিয়ে শুরু করা প্রয়োজন। সম্প্রতি মুম্বাইয়ে বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এমন বিতর্কিত মন্তব্য করেন।
মুম্বাই পুলিশের ধারণা, হামলাকারী মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের একজন ব্যক্তি, যিনি বাংলাদেশের নাগরিক হতে পারেন। এই তথ্যের ভিত্তিতে প্রতিক্রিয়া জানিয়ে সঞ্জয় রাউত বলেন, যদি সত্যিই হামলাকারী বাংলাদেশি হন, তবে এর দায় কেন্দ্রীয় সরকারের। তিনি দাবি করেন, এটি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দায়িত্ব এবং তার পদত্যাগ করা উচিত।
সাইফ আলি খানের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাউত বিজেপির সমালোচনা করেন। তিনি বলেন, বিজেপি সবকিছুতেই আন্তর্জাতিক ষড়যন্ত্রের তত্ত্ব দাঁড় করায়। জনগণকে প্রকৃত সত্য জানানো উচিত। তিনি আরও বলেন, মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচনকে ঘিরে বাংলাদেশিদের বিরুদ্ধে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।
রাউত বলেন, যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের বিষয়ে কথা বলতে যাই, বিজেপি আমাদের থামিয়ে দেয়। অথচ তারা লাভ জিহাদসহ নানা বিষয় নিয়ে প্রতিনিয়ত বিতর্ক সৃষ্টি করছে। সাইফ আলি খানের ছেলে তৈমুরের নাম নিয়েও বিজেপি নেতারা বাজে মন্তব্য করেছেন। অথচ এখন তারাই সাইফ আলিকে নিয়ে উদ্বিগ্ন।
মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী, শরিফুল ইসলাম শেহজাদ নামের সন্দেহভাজন ব্যক্তি সাইফ আলির বাড়িতে চুরি করতে ঢুকে ছুরিকাঘাত করেন। শেহজাদের বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে বলে পুলিশের দাবি। তবে তার আইনজীবী সন্দীপ শেখানে বলেন, তার মক্কেল বাংলাদেশি কিনা, সে বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেনি পুলিশ। বরং শেহজাদ মুম্বাইয়ে গত সাত বছর ধরে বাস করছেন।
শেহজাদের আইনজীবী আরও বলেন, তার মক্কেল ভারতীয় নাগরিকত্বের বৈধ প্রমাণ দেখাতে না পারলেও, পুলিশ তদন্তে সঠিক তথ্য দিচ্ছে না। আদালতে পুলিশ যে দাবি করছে, তার সপক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ দিতে পারেনি।
শিবসেনা নেতা সঞ্জয় রাউতের এই বক্তব্যে ইতোমধ্যেই নানা মহলে সমালোচনা শুরু হয়েছে। বিশেষত শেখ হাসিনার নাম উল্লেখ করে তার রাজনৈতিক আশ্রয় প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার বিষয়টি আন্তর্জাতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় আরও তদন্ত চলছে। এই ঘটনার সঙ্গে বাংলাদেশি নাগরিক জড়িত কিনা, তা নিশ্চিত হওয়ার আগেই এ ধরনের বিতর্কিত বক্তব্য অনেকের কাছে অযৌক্তিক মনে হচ্ছে।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শেহজাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়েছে। তবে তার নাগরিকত্ব ও পূর্ব ইতিহাস সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য কাজ চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।