প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ১৫:৪৫
বরিশালের হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ সাধারণ জনগণের মাঝে প্রজননক্ষম ইলিশ মাছ রক্ষার প্রচারণা ও লিফলেট বিতরণ করেছেন।পুরাতন হিজলা লঞ্চঘাট এলাকায় এবং ধুলখোলা ইউনিয়নের কুঞ্জপট্টি আশ্রয়ন প্রকল্পের সাধারণ মানুষের মাঝে শুক্রবার ৯ অক্টোবর বিকেলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার সবার উদ্দেশ্যে বলেন, চলতি মাসের ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশ ব্যাপি প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ চলবে।
এসময় ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাত করণ,ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এই নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে অমান্যকারীর কমপক্ষে ১বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী জোছনা বেগম এবং হিজলা নৌ পুলিশের সদস্য।