প্রকাশ: ৯ অক্টোবর ২০২০, ৬:৩৯
বরগুনার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামে মোসলেম (২৪) নামের এক ব্যক্তি শ্যালিকাদের সাথে ঝগড়া করে হত্যার উদ্দেশ্যে দুই শিশু শ্যালককে বিষখালী নদীতে নিক্ষেপ করেন। এলাকাবাসী দ্রুত শ্যালক আফসান (২)-কে উদ্ধার করলেও বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯ টা পর্যন্ত তল্লাশী করে শ্যালক আব্দুল্লাহ (৭)-কে উদ্ধার করা যায়নি।
প্রথমে আব্দুল্লাহকে নদীতে ফেলে দেয়। আব্দুল্লাহ তীরে উঠার চেস্টা করলে মোসলেম নদীতে নেমে চুবিয়ে ধরে। পরে আফসানকে ছুড়ে ফেলার শব্দ শুনে নদীর পাড়ে থাকা রহিম নামের এক জেলে ছুটে এলে মোসলেম নদীতে ঝাপ দেয়। এসময় রহিমের ডাকচিৎকারে লোকজন জড়ো হয়ে শিশু আফসানকে উদ্ধার করে এবং মোসলেমকে আটক করে।