প্রকাশ: ৮ অক্টোবর ২০২০, ২:২৩
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের লক্ষীপুর ৬নং ওয়ার্ডের বাসিন্দা এবং বিএল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুবকর সিদ্দিক এর ক্রয়কৃত জমিতে লাগানো বিভিন্ন ফলের গাছ রাতের আধারে কেটে পাশে থাকা খালে ফেলেছে দিয়েছে তারই শত্রু পক্ষ। প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিক জানান, তার ক্রয়কৃত জমিতে লাগানো ফল গাছের চারা গুলো ৭ অক্টোবর বুধবার মধ্য রাতে কেটে জমির পাশে খালের মধ্যে ফেলেছে তারই শত্রু পক্ষ।
শুধু তাই না গাছ গুলোর চারপাশের জালের ব্যারিকেডও কেটে নষ্ট করা হয়েছে। মাস দুয়েক আগে মোঃ আলী হোসেন রাড়ী, রুনা বেগম, রাশিদা বেগম, আবুল হাসেম বেপারী, মোঃ ফারুকুল ইসলাম বেপারী গং আমার প্রায় ১ লক্ষ টাকার গাছ কেটে ফেলে ছিলো। আমার ভোগ দখলীয় জমির গাছ কেটে ফেলার কারণ জানতে চাইলে আমাকে অকথ্য ভাষায় বকাবকি করে এবং প্রাণ নাশের হুমকি দেয়।
তাই আমার এবং আমার পরিবারের নিরাপত্তার স্বার্থে হিজলা থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করি। যার তদন্ত অফিসার এএসআই মোঃ হাসানুজ্জামান। এতো কিছুর পরেও শত্রুপক্ষ থেকে থাকেনি, তারা গতরাতে আবার গাছের উপর হামলা করেছে। ঘটনার ব্যাপারে এএসআই হাসানুজ্জামান জানান, প্রধান শিক্ষকের কাছ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।