প্রকাশ: ৬ অক্টোবর ২০২০, ২৩:৪০
বরিশাল জেলার নদী ঘেরা তিনটি উপজেলা মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ। এই তিন উপজেলার মানুষের সড়ক পথে ভোগান্তির নাম মীরগঞ্জ ফেরিঘাট। যারা এই সড়ক পথের যাত্রী তারা অনেক আগে থেকেই মীরগঞ্জে সেতু নির্মাণের দাবি তুলে আসছে। ভুক্তভোগী তিন উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন মীরগঞ্জের সেতু বাস্তবায়নের পথে চলতে শুরু করেছে। বরিশাল-৩ সংসদীয় আসনটি বাবুগঞ্জ এবং মুলাদী উপজেলা নিয়ে গঠিত। আর এই দুই উপজেলা আঁড়িয়াল খা নদী দ্বারা বিভক্ত রয়েছে। যেখানে পারাপারের জন্য ফেরি, ট্রলার ও স্পীডবোট রয়েছে। আর সেই স্থানটি মীরগঞ্জ ফেরিঘাট নামে বেশ পরিচিতি লাভ করেছে বিভিন্ন কারণে।
অবশেষে বরিশাল-৩ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা গোলাম কিবরিয়া টিপু এর আবেদনের প্রেক্ষিতে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ে আঁড়িয়াল খা নদের উপর সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে। সেই লক্ষ্যে প্রকল্পটির নাম দেয়া হয়েছে " রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আট কিলোমিটার অংশে জেড ৮০৩৪ শীর্ষক প্রকল্পের প্রিলিমিনারি উন্নয়ন প্রকল্প প্রস্তাব( পিডিপিপি) আঁড়িয়াল খা নদের উপর সেতু নির্মাণ"। চলতি অর্থ বছরে এডিপি তে বরাদ্দ বিহীন নতুন প্রকল্প তালিকায় ১৩০৯ নম্বর স্মারকে অন্তর্ভুক্ত করাহয়েছে।
প্রস্তাবিত এই সেতুর মূল দৈর্ঘ্য ১০০২ মিটার ও এ্যাপ্রোচসড়ক ৩ কিলোমিটার। যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭১৪৮৭.৫৯ লক্ষ টাকা। এর বাস্তবায়ন কাল ১ জানুয়ারি ২০২০ থেকে ৩০ জুন ২০২৩ সাল পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। বরিশাল-৩ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু জানান, চলতি বছরেই অর্থনৈতিক সমস্যা সমাধান হলে সেতু নির্মাণ কার্যক্রম বাস্তবে রূপ নিবে। তিনি আরো জানান, সরকারের সম্ভাব্য সেতু নির্মাণ প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি হচ্ছে মীরগঞ্জ সেতু। দাতা সংস্থা জাইকার সাথে আলোচনা করে এই সেতুটির গুরুত্ব বোঝাতে সক্ষম হয়েছে সরকার। করোনা সংকটের কারণে বিষয়টি কিছুটা পিছিয়ে পড়েছে , তবে এ বছরের মধ্যে সেতু নির্মাণের সব প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করছেন তিনি।