প্রকাশ: ৬ অক্টোবর ২০২০, ২২:১৮
দেশে সম্প্রতি বিভিন্ন স্থানে ধর্ষণ, ধর্ষণ চেষ্টা, শ্লীলতাহানির ঘটনাসহ নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ এবং এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে চোখে কালো কাপড় এবং হাতে পোস্টার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।
দেশব্যাপী ধর্ষণ, নারী নির্যাতন বন্ধে সরকারকে ঘরে-বাইরে নিরাপত্তা জোড়দার করতে হবে যাতে আর কোন মা-বোন কে এভাবে নির্যাতিত হতে না হয়। দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও ধর্ষিতাকে সরকারীভাবে চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার ব্যবস্থা করুন।'এসময় তাদের হাতে থাকা পোস্টার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে লেখা ছিল, ' স্টপ রেপ, আমি কবে ধর্ষিত হচ্ছি? জবাব দাও, ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, উই ওয়ান্ট রেপ ফ্রি বাংলাদেশ, এভাবেই যদি ধর্ষিত হলাম কোথায় আমার স্বাধীনতা, নারী নির্যাতন ঘটনায় নীরবতা আর না। প্রতিরোধ করি প্রতিরোধ গড়ি' ইত্যাদি।