প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৫
অনুমতিপত্র না পাওয়ায় সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে পচে যাচ্ছে বিপুল পেঁয়াজ।ব্যবসায়ীদের মতে, ভোমরা স্থলবন্দরে গত ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের প্রবেশের অপেক্ষায় রয়েছে পেঁয়াজ ভর্তি ১৬৫টি ট্রাক।প্রতিটি ট্রাকে রয়েছে ১০ লাখ টাকার পেঁয়াজ।দীর্ঘ সময় ধরে অপেক্ষার কারণে এরইমধ্যে পেঁয়াজে পচন ধরেছে।কবে নাগাদ দেশে এসব পেঁয়াজ প্রবেশ করবে সে বিষয়ে এখানো কিছুই জানেন না ব্যবসায়ীরা।
ফলে বিপুল ক্ষতির আশঙ্কা করছেন তারা।ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, গত সোমবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়।ঘোষণার আগেই ভোমরা বন্দরের ব্যবসায়ীরা ১৬৫ ট্রাক পেঁয়াজ ভারত থেকে এলসি করেছিল।এসব পেঁয়াজের ট্রাকগুলোর ডকুমেন্ট পাস করা রয়েছে।