প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০, ২০:৬
এক প্রবাসীর শরীয়তপুর আদালতে পর্নোগ্রাফি মামলা ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউপি সদস্য রাজিব তালুকদারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।গ্রেপ্তার রাজিব তালুকদার (৩০) ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের শওকত হোসেন তালুকদারের ছেলে।তিনি নারায়ণপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড সদস্য।বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তারকৃত ইউপি সদস্য রাজিবকে কারাগারে পাঠানো হয়।এর আগে ভোর রাতে পুটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে শরীয়তপুর সদরের পালং মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আদালত পিটিশন মামলাটি পালং মডেল থানা পুলিশকে রেকর্ড করার জন্য নির্দেশ প্রদান করেন।মামলার ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ রাজিবকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।পালং মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আসলাম উদ্দিন বলেন, আদালতের নির্দেশে মামলা রেকর্ড করি। পরে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রাজিবকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।