বরিশাল নগরীতে প্ল্যানের (নকশা) শর্ত ভঙ্গ করে বহুতল আবাসিক ও বানিজ্যিক ভবন নির্মাণ কাজ শুরু করার দায়ে ৪ ব্যক্তি ও তাদের গংদের ৬৪ লাখ ৯৭ হাজার ২৮০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্তদের আগামী ৭ কার্য দিবসের মধ্যে জরিমানার সমূদয় টাকা বরিশাল সিটি কর্পোরেশনের তহবিলে জমা দানের জন্য চিঠি দিয়েছে কর্তৃপক্ষ।
বিসিসি সূত্রে জানা গেছে, নগরীর ১৫ নম্বর ওয়ার্ড নবগ্রাম রোডের এম.এ জলিল সড়কের আজিজ রহিম গং প্ল্যানের শর্ত ভঙ্গ করে বিধিবর্হিভূতভাবে ১৪ তলা বিশিষ্ট আবাসিক ও বানিজ্যিক ভবন নির্মাণ কাজ শুরু করেন।বিষয়টি সিটি কর্পোরেশনের দৃষ্টিগোচর হলে ইমারত বিধিমালা ভঙ্গের দায়ে তাদেরকে মোট ২৫ লাখ ৪৫ হাজার ৭১২ টাকা জরিমানা করা হয়। একই সড়কের রেজিন উল কবির গং প্ল্যানের শর্ত ভঙ্গ করে ১০ তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ কাজ শুরু করেন।এজন্য তাদেরকে ১১ লাখ ৮৩ হাজার ৯৫২ টাকা জরিমানা করা হয়।
এছাড়া নগরীর ১৯ নম্বর ওয়ার্ড কালিশ চন্দ্র রোডের বিধান মজুমদার গং প্ল্যানের শর্ত ভঙ্গ করে ৯তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ করেন।ফলে তাদেরকে ৪ লাখ ৮৬ হাজার ৯৯২টাকা জরিমানা করা হয়েছে।অপরদিকে ১৩ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি ১ নং পুল সংলগ্ন এলাকার মোঃ আবদুল হাই গং ১৫ তলার আবাসিক ও বানিজ্যিক ভবন নির্মাণ কাজ শুরু করেন। ফলে তাদেরকে ২২ লাখ ৮০ হাজার ৬২৪ টাকা জরিমানা করা হয়েছে। সিটি কর্পোরেশন সূত্র আরো জানায়,ওই সকল ব্যক্তিদের প্ল্যানের শর্ত ভঙ্গ করে ভবন নির্মাণ করায় গত ১৫ সেপ্টেম্বর চিঠি দেয়া হয়েছে।চিঠিতে জরিমানার সমূদয় টাকা আগামী ৭ কার্য দিবসের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের তহবিলে জমা দিতে বলা হয়েছে।