প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ৪:৩২
দেশের ১১টি উপজেলা ও ২৪৪ ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে আগামী ২০ অক্টোবর ভোট হবে বলে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারে শেষ তারিখ ৩ অক্টোবর।সোমবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্বাচনী তফসিল চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়।মঙ্গলবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তারা প্রকাশ করেছেন।
একইদিন ১৫টি জেলা পরিষদের ১৬টি ওয়ার্ডে উপনির্বাচনও অনুষ্ঠিত হবে।জেলা পরিষদের ভোট সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত চলবে।মহামারি করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকলেও বেশ কিছু ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট নেবে নির্বাচন কমিশন।