প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ২:১৩
নামিরাহ। আমার চার মাস বয়সী কন্যা। আমাদের চোখের মনি। হাসপাতাল থেকে ফেরার পর প্রতিদিন এ দৃশ্য আমাকে নিঃশেষ করছে। ৯ তারিখে আমি আর শশুর আব্বা হাসপাতালে ভর্তি হওয়ার তিনদিন পর পরিবারের সবার কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবরে মুষড়ে পড়ি।
বাদ যায়নি আমার ছোট্ট বাবুটাও। মহান আল্লাহ'র উপর ভরসা রেখে ক্ষমা চাইছি তার কাছে। নিশ্চয়ই তিনি পরীক্ষা করছেন আমাদের। গেলো ২১ দিন হলো একটা রাতে ও ভালো ঘুম হয়নি আমাদের কারো। নানা সংকট মোকাবেলা করে এই পবিত্র মাসটা অতিক্রম করছি পরিবারের সবাই। আমরা সবাই বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ।
তবে আমার মামনি একটু অসুস্থ্য, তার জন্য সবার কাছে আন্তরিক দোয়া চাই। ইফতারের আগে দোয়া কবুল হয়, প্লিজ সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য আমাদের সবার জন্য। Shahadat Hossain এর ফেসবুক থেকে নেওয়া