প্রকাশ: ৫ অক্টোবর ২০২৫, ১১:২৩
গাজাগামী ঐতিহাসিক মানবিক নৌবহরে থাকা বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমসহ অন্য অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়ে নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৪ অক্টোবর) রাতে এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান।
প্রধান উপদেষ্টা তাঁর বিবৃতিতে বলেন, গাজায় মানবিক সংকট রোধে যাঁরা আন্তর্জাতিক ফ্লোটিলা অভিযানে অংশ নিয়েছেন, তাঁদের সাহস ও মানবিকতার চেতনা বিশ্বব্যাপী শান্তি ও ন্যায়বিচারের প্রতীক হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, শহিদুল আলম বাংলাদেশের যে মানবিক চেতনাকে বিশ্বে তুলে ধরছেন, তা জাতি হিসেবে আমাদের গর্বিত করে।
বিবৃতিতে আরও বলা হয়, ২০১৮ সালে তৎকালীন হাসিনা সরকারের আমলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে শহিদুল আলম ১০৭ দিন কারাগারে কাটিয়েছিলেন। সেই সময় তিনি যে সাহস ও দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন, আজও তিনি সেই অটল মানসিকতা নিয়ে মানবতার পক্ষে কাজ করছেন। তাঁর এই অবিচল অবস্থান আজ বাংলাদেশি জনগণের সাহস ও ন্যায়ের লড়াইয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
ড. ইউনূস বলেন, গাজার মানবিক বিপর্যয় কেবল একটি অঞ্চল নয়, বরং সমগ্র মানবজাতির বিবেককে নাড়া দিয়েছে। শিশু, নারী ও বেসামরিক মানুষের নির্বিচারে হত্যাকাণ্ড, হাসপাতাল ও স্কুল ধ্বংস—এসব ঘটনা সভ্যতার প্রতি এক গভীর চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবিক প্রচেষ্টার গুরুত্ব অনস্বীকার্য।
তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া নিজের বক্তব্যের কথা উল্লেখ করে বলেন, “মানবিক যন্ত্রণার প্রতি উদাসীনতা মানবজাতির অগ্রগতিকে ধ্বংস করছে। গাজায় যা ঘটছে, তা এই সত্যের নির্মম উদাহরণ।” ইউনূস আরও বলেন, এখন সময় এসেছে বিশ্ব সম্প্রদায়ের একযোগে মানবতার পক্ষে দাঁড়ানোর।
প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানান, বাংলাদেশ সরকার গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া এই আন্তর্জাতিক উদ্যোগকে শ্রদ্ধার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।
তিনি বলেন, “আমরা শহিদুল আলম এবং গাজার পাশে আছি—এখন এবং সবসময়। মানবতার এই যাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ তার নৈতিক অবস্থান ধরে রাখবে।”
ড. ইউনূসের এই বিবৃতি আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে। মানবিকতার পক্ষে বাংলাদেশ আবারও তার অবস্থান স্পষ্ট করল, যা দেশের জনগণ এবং শান্তিকামী বিশ্ববাসীর কাছে গর্বের বিষয় হয়ে উঠেছে।