প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫, ১৯:৫৮
সৌদি আরবে বাংলাদেশি কর্মী নিয়োগকে আরও সুষ্ঠু ও সুরক্ষিত করার উদ্দেশ্যে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রিয়াদে সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী স্বাক্ষর করেন।