ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর যুক্ত থাকবেন মোদি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১১ই মার্চ ২০২০ ০২:২৬ অপরাহ্ন
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর যুক্ত থাকবেন মোদি

ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যুক্ত থাকবেন।জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মোদির বাংলাদেশে আসার কথা ছিল।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটের কারণে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে। সীমিত পরিসরে উদযাপন করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে ১৭ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

ইনিউজ ৭১/ জি.হা