ভোলার তজুমদ্দিনে মোবাইলে বাজী ধরে জুয়া খেলার সময় ছয় জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় মামলা রুজু করে কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা নং ০৮ তারিখ-১৩-০৩-২০২০।থানা অফিসার ইনচার্জ (ওসি)এসএম জিয়াউল হক জানান,
গোপন সংবাদের ভিত্তিতে শশীগঞ্জ বাজারের কামারপট্রি রোডের রাকিবের দোকান থেকে শুক্রবার রাতে বাজী ধরে মোবাইলে জুয়া খেলার সময় ছয় জুয়াড়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো-মনির হোসেন (২২) পিতা মৃত মফিজুর রহমান, আইয়ুব আলী (৩৮) পিতা-মোঃ হাফেজ, মোঃ সুমন (২৫), পিতা- মোমিনুল, মোঃ শাহিন (২২) পিতা- শাহ আলম, মোঃ নিরব (২৫) পিতা-রফিজল, মোঃ রাসেদ (১৯) পিতা-আবু তাহের ,সর্ব সাং মাওলানাকান্দি, ৪নং ওয়ার্ড, চাদপুর ইউনিয়ন, তজুমদ্দিন- ভোলা।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আঃ খালেক জানান, আটককৃতদের শনিবার সকালে কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।