কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, গাছপালা, ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার বিকেলে এসব ক্ষয়ক্ষতি হয়।
উপজেলার মোকাম ইউপির শিকারপুর গ্রামের দেলোয়ার হোসেনের চারটি ঘর বিধ্বস্ত হয়। এ সময় ঘরে থাকা আক্তার হোসেন ও তার ছেলে শাওন আহত হন।
একই গ্রামের মালি বাড়ির স্বপন মালি, খোকন মালি ও কবির হোসেনের ঘরের ওপর গাছ পড়ে ভেঙে গেছে। এতে ওই বাড়ির দুইজন আহত হন।
এছাড়া নিমসার সবজি বাজারের হারুন মিয়া, জালাল মিয়া ও মাসুমের ২৫টি আড়তের টিনের চালা উড়ে গেছে।বাকশীমূল ইউপির বলারমাপুর গ্রামের মো. কবির হোসেন মাস্টারের একটি খামার ভেঙে দেড় হাজার মুরগি পানিতে পাড়ে গেছে। এতে প্রায় তার ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
বুড়িচংয়ের ইউএনও ইমরুল হাসান জানান, বিকেলে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বেশ কয়েটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।