‘খাবার দে’ স্লোগানে সরাইলে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: মঙ্গলবার ২১শে এপ্রিল ২০২০ ০৮:০৪ অপরাহ্ন
‘খাবার দে’ স্লোগানে সরাইলে বিক্ষোভ মিছিল

আজ মঙ্গলবার(২১এপ্রিল) সকাল সাড়ে ১১টায়  সরাইল উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে উপবাস আর কত? খাবার দে স্লোগানে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। "আর কত উপবাস থাকব, খাবার দে" মুখে মুখে স্লোগানে শতাধিক গরীব, অসহায় ও কর্মহীন নারী-পুরুষ খাবারের দাবিতে বিক্ষোভ মিছিলসহ রাস্তায় নামতে দেখা গেছে। 

সরাইল থানার সামনে দিয়ে মিছিলকারীরা "আর কত উপবাস থাকব, খাবার দে" স্লোগানে উপজেলা পরিষদ চত্বরে ঘুরে। এদিকে সরাইল উপজেলার করোনা পরিস্থিতিতে দীর্ঘ দেড় মাস ধরে কর্মহীন মানুষের পাশাপাশি সাধারণ গরীব ও অসহায় লোকজন এখন জীবিকার টানে দিশেহারা। পরিবার সদস্যের খরচ বহনে দিশেহারা অভিভাবকগণ,সাধারণ মানুষ ক্ষুধার তাড়নায় রাস্থায় নামতে বাধ্য হয়েছেন বলে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহনকারীরা জানিয়েছেন।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি এ এস এম মোসা জানান, তাদেরকে মিথ্যা তথ্য দিয়ে  নিয়ে আসা হয়েছে। বর্তমানে যে ত্রাণ বিতরণ করা হয়েছে এর মধ্যে অনেকেই পেয়েছে। কয়েকজন বাদ পড়েছে তবে তাদের নাম লেখা হয়েছে পর্যায়ক্রমে তাদের মাঝে ত্রাণ দেওয়া হবে বলে জানান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব