হিজলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৮ই মার্চ ২০২০ ০২:৩১ অপরাহ্ন
হিজলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

"প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার " এই প্রতিপাদ্য নিয়ে, বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস ২০২০। হিজলা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ৮ মার্চ রবিবার বেলা সাড়ে ১১ টায়, উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সফিউল আলম এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেমানিয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি সংহতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া সিকদার।

সভায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সোলাইমান শান্ত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, সাংবাদিকবৃন্দ, বিসিডি, সংহতি এবং বিএল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নারী শিক্ষার্থী সহ মহিলা বিষয়ক দপ্তরের সদস্যবৃন্দ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব