সংবাদ প্রকাশের পর মাটি কাটা বন্ধ করলেন এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ১১ই মার্চ ২০২০ ১০:০০ অপরাহ্ন
সংবাদ প্রকাশের পর মাটি কাটা বন্ধ করলেন এসিল্যান্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাশে কালিকচ্ছ ধরন্তী হাওর এলাকায় জনগুরুত্বপূর্ণ সড়ক ও সেতুর পাশে সরকারি জায়গায় বেকু মেশিন দিয়ে সেই মাটি কাটার কাজ বন্ধ করলেন সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াঙ্কা।

বুধবার (১১ মার্চ) দুপুরে তিনি সরেজমিন ঘটনাস্থলে গিয়ে এই অবৈধ মাটি কাটার কাজ বন্ধের নির্দেশ দেন। এর আগে বিষয়টি নিয়ে গত মঙ্গলবার ইনিউজ৭১ অনলাইনে সচিত্র সংবাদ প্রকাশ হলে স্থানীয় প্রশাসন তা আমলে নেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা বলেন, খবর পেয়ে আমি নিজে সরেজমিন গিয়ে সেই মাটি কাটার কাজ বন্ধ করে দিয়ে এসেছি। কৃষি জমির পাশে রাস্তায় উঁচু-নিচু এলোপাতাড়ি মাটি ফেলা হয়েছে। কৃষকদের চলাচলের সুবিধার্থে সেই রাস্তায় ফেলা মাটি সমান করতে নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই জায়গা থেকে কোনভাবেই মাটি কাটতে দেওয়া হবে না। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব