নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে সাবেক সমন্বয়করা !

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৩০ অপরাহ্ন
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে সাবেক সমন্বয়করা !


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন একটি ছাত্রসংগঠন আত্মপ্রকাশ করেছে। বুধবার মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের নাম ঘোষণা করা হয়। নতুন এই সংগঠনের নাম রাখা হয়েছে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’।  


সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার। সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন জাহিদ আহসান, মুখ্য সংগঠক হয়েছেন তাহমীদ আল মুদাসসির এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন আশরেফা খাতুন।  


ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের জন্যও কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক করা হয়েছে আবদুল কাদেরকে। সদস্য সচিব হিসেবে রয়েছেন মহির আলম, মুখ্য সংগঠক হাসিব আল ইসলান এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।  


সংগঠনের নেতারা জানিয়েছেন, ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ মূলত শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবে। তাদের নীতি হবে ‘স্টুডেন্টস ফার্স্ট’ এবং ‘বাংলাদেশ ফার্স্ট’। সংগঠনটি কোনো রাজনৈতিক দলের অনুসারী হবে না এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করবে।  


ছাত্রলীগ থেকে পদত্যাগ করা এবং আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে বাধ্য হয়ে অংশ নেওয়া শিক্ষার্থীরা নতুন এই সংগঠনে যুক্ত হচ্ছেন। পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে আগে কোনোভাবে যুক্ত কয়েকজন শিক্ষার্থীরও এই সংগঠনে যোগ দেওয়ার তথ্য জানা গেছে।  


এর আগে ২০২৩ সালের ৪ অক্টোবর আখতার হোসেনের নেতৃত্বে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি বাংলাদেশ’ নামে একটি ছাত্র সংগঠন গঠিত হয়েছিল। তবে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর সংগঠনটি তাদের কার্যক্রম স্থগিত করে এবং কমিটি বিলুপ্ত ঘোষণা করে।  


উল্লেখ্য, ওই সংগঠনের তিনজন নেতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন, যার মধ্যে নাহিদ ইসলাম সম্প্রতি পদত্যাগ করেছেন। বাকি দুইজন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এখনো উপদেষ্টা পদে রয়েছেন।  


এদিকে, আগামীকাল জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এর একদিন আগেই আত্মপ্রকাশ করল নতুন এই ছাত্রসংগঠন, যা ছাত্র রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে।