অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৭৮ জনকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বুধবার ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৩৪ অপরাহ্ন
অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৭৮ জনকে গ্রেফতার

সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৭৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। এ সময়ে অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে আরও ১ হাজার ১২ জনকে আটক করা হয়েছে। মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৯০ জন। 


অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন ধরনের অস্ত্র ও বিপজ্জনক সরঞ্জাম জব্দ করেছে। এর মধ্যে রয়েছে একটি ৪.৫ এমএম পিস্তল, একটি এলজি, একটি শুটারগান, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি ম্যাগজিন, ৭টি কার্তুজ এবং একটি রাইফেলের গুলি। এছাড়াও স্টিলের তৈরি একটি কুড়াল, একটি ধারালো চাপাতি, একটি রামদা, একটি লোহার শাবল, একটি ক্ষুর, ২টি সুইচ গিয়ার এবং ২টি লোহার রড উদ্ধার করা হয়েছে। 


গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ঘটনার প্রতিবাদে পরদিন গাজীপুরে বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এরপরই দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় সরকার। ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। 


অভিযানের মূল লক্ষ্য অপরাধপ্রবণ এলাকাগুলোতে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অপরাধীদের আইনের আওতায় আনা। পুলিশ সদর দপ্তর জানায়, অভিযানটি চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি বজায় রেখেছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


অভিযানে জব্দকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো অপরাধপ্রবণতা রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানটি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। দেশের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে। 


অভিযানের সাফল্যে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অপরাধপ্রবণতা কমে আসবে এবং এলাকায় শান্তি ফিরে আসবে। আইনশৃঙ্খলা বাহিনীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন।