বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের দক্ষিণ বদরপুরে প্রতিষ্ঠিত ৭নং পূর্ব কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে সদস্য, অভিভাবক ও এলাকার সাধারণ জনগণ।পূর্ব কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ২৩ ফেব্রুয়ারি ২০২০ রবিবার সকাল ১০ টায়, প্রতিবাদ মিছিল ও মানববন্ধন চলাকালে, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান বিদ্যালয়ে অবস্থান করছিলেন। এলাকাবাসী জানান, প্রধান শিক্ষক কাউকেই না জানিয়ে নিজের মনগড়া পকেট কমিটি গঠন করে। সেই কমিটি বহাল রাখতে ১১ ফেব্রুয়ারি প্রধান শিক্ষকের স্বাক্ষর করা একটি চিঠি দেয়া হয় সদস্যদের।
সেই চিঠিতে ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হবে উল্লেখ করা হয়েছে। তখনও কেউ জানতো না নতুন কমিটির ব্যাপারে। পরে সবাই জানতে পারে তফসিল ঘোষণা না করে " ফয়েজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়" এর মোসলেম উদ্দিন নামে এক শিক্ষককে এই কমিটির সভাপতি করা হয়েছে। এরপর থেকে প্রধান শিক্ষক আতিকুর রহমান এর কমিটি নিয়ে দুর্নীতির বিষয়টি প্রকাশ পায়। আর এলাকার জনগণ প্রধান শিক্ষকের এই পকেট কমিটির বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে। কিন্তু প্রধান শিক্ষক প্রতিবাদের কোনো জবাব না দিয়ে নিজের কাজে অটল থাকেন। এরপর এই পকেট কমিটির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করতে বাধ্য হয় এলাকাবাসী। তাদের দাবি:
(১) অবিলম্বে তফসিল ঘোষণা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা।
(২) মোসলেম উদ্দিন মাস্টারের সদস্য পদ বাতিল করা।
(৩) বিদ্যোৎসাহী সদস্যকে অবশ্যই জ্ঞাণী ও সুস্থ মস্তিষ্কের হতে হবে।
তবে তারা এর সাথে আরো একটি কথা উল্লেখ করেন, তা হলো প্রধান শিক্ষকের ভাগ্নী " নাসরিন সুলতানা " যিনি এই বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। কিন্তু দেড় বছরেও এই সহকারী শিক্ষককে এক মিনিটের জন্যও বিদ্যালয়ে কেউ দেখেনি। তাছাড়া কোনো শিক্ষার্থীও তাকে চেনে না। সহকরী শিক্ষক নাসরিন সুলতানাকে অবশ্যই নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।
কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান এর সাথে। তিনি " ইনিউজ৭১ " কে জানান, যেহেতু এলাকার জনগণ এই কমিটি মেনে নেয়নি, তাই তিন দিনের মধ্যে সবার সাথে বসে এর সমাধান করে দেয়া হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।