এ যেনো প্রদীপের নিচে অন্ধকার। বর্তমান সরকারের শাসন আমলে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে। আর উন্নয়নের ধারাকে আরো গতিশীল করতে সরকার বিদ্যুতের উপর গুরুত্ব দিয়েছেন সর্বোচ্চ পর্যায়ে। তারপরও ভাবতে অবাক লাগে, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ১নং আন্ধারমানিক ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ৪৯ টি পরিবার বিদ্যুৎ সুবিধা থেকে সম্পূর্ণরুপে বঞ্চিত রয়েছে!
ঐ এলাকার ভুক্তভোগী পরিবারের একজন সালাম কবির। সে ইনিউজ৭১কে জানায়, তারা এই গ্রামের বাসিন্দা। এখানে রুস্তম আকন বাড়ির সামনে থেকে রুস্তম আলী খানের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটারে ৪৯ টি পরিবারের বসবাস। কিন্তু তারা সবাই বিদ্যুৎ সুবিধা থেকে সম্পূর্ণরুপে বঞ্চিত রয়েছে।
বিদ্যুৎ পেতে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি -১, রূপাতলি,বরিশাল এর জেনারেল ম্যানেজার বরাবর ২০১৫ সালের ১৯ নভেম্বর একটি আবেদন করা হয়েছিল। সেই আবেদনে বরিশাল-৪ এর সংসদ সদস্য পংকজ নাথ'র সুপারিশ করা আছে। এরপর দীর্ঘ প্রায় ৫ টি বছর, বরিশাল পল্লী বিদ্যুৎ অফিসে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত।
এরপর পল্লী বিদ্যুৎ অফিস থেকে প্রথমে মাসুদ রানা, দ্বিতীয় বারে মনির এবং শেষ বারে হাফিজুর রহমান এলাকায় আসেন। বিভিন্ন অজুহাত আর বিভিন্ন কার্যক্রম যেমন : এলাকার মানচিত্র, ডিজাইন, সমীক্ষা, লোড, টেন্ডারে নাম তালিকায় থাকা ইত্যাদি দেখিয়ে লক্ষ টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নিয়ে গেছে। এরপর ২২ টি সিমেন্টের তৈরি খুটি বাবদও দেয়া হয়েছে টাকা। কিন্তু লক্ষ টাকার বিনিময়ে এবং দীর্ঘ ৫টি বছরের অপেক্ষার পরেও বিদ্যুতের আলো জোটেনি অর্ধশত পরিবারের কপালে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।