গাজীপুরে তুলার গুদামে আগুন
গাজীপুরের টঙ্গীর মিল গেট এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, দুপুরে টঙ্গীর মিল গেট এলাকায় কয়েকটি তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
তবে আগুন লাগার কারণ এখানো জানা যায়নি বলে জানান আতিকুর। আগুনের তীব্রতা কমে এসছে দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে জানায় ফায়ার সার্ভিস।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।