ঘুমধুমে যুবলীগ নেতা মকসুদ শিকদারের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২২শে ফেব্রুয়ারি ২০২০ ০৮:০৪ অপরাহ্ন
ঘুমধুমে যুবলীগ নেতা মকসুদ শিকদারের রহস্যজনক মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে এক যুবলীগ নেতার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।১১ অক্টোবর ভোরে কোন এক সময় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পুলিশ। মারা যাওয়া যুবলীগ নেতা মকসুদুর রহমান শিকদার (৪২)বেতবনিয়া বাজার পাড়ার মৃত আবদুর রহমান শিকদারের ছেলে। ব্যক্তিগত জীবনে তাঁর স্ত্রী ও এক কন্যা শিশু সন্তান রয়েছে।

সে গত ১০ অক্টোবর দিবাগত রাতের কোন এক সময় ৫ নং ওয়ার্ডের ঘোনার পাড়ার জমাদার পাহাড়ের গাড়ী শ্রমিক সেলিমের বাড়িতে যায়।ওইখানে রাতের কোন এক সময় অসুস্থ্য হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।যে বাড়িতে মকসুদুর রহমান শিকদারের মৃতদেহ পাওয়া যায় ওই বাড়িতে মদ, গাঁজা, ইয়াবা সেবন হতো বলে প্রতিবেশী লোকজন জানিয়েছেন। মকসুদুর রহমান শিকদারের মৃত্যুর খবর শোনে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ওসি তদন্ত) ইমন কান্তি চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরী পূর্বক ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) ইমন কান্তি চৌধুরী এ প্রসঙ্গে বলেছেন লাশের গায়ে কোন ধরণের আঘাতের চিহ্ন নেই।কি কারণে তাঁর মৃত্যু হয়েছে তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছেনা।
ইনিউজ ৭১/এম.আর