বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর মামলায় দুই জনকে আটক করেছে পুলিশ। ছাত্রীর বাবার এজাহারের বরাত দিয়ে অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন বলেন, উপজেলা বাগাধা ইউনিয়নের নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান চলাকালীন সময়ে ওই বিদ্যালয়ের ৭ম শ্রেনীর এক ছাত্রীকে ক্লাশরুমে আটকে রেখে শ্লীলতাহানী ঘটায় একই বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র সোমাইরপার গ্রামের অনিল চন্দ্র বাড়ৈর ছেলে হৃদয় বাড়ৈ (১৫) ও নিত্যানন্দ অধিকারীর ছেলে নীরব অধিকারী (১৫)।
১০ ফেব্রুয়ারি শ্লীলতাহানাীর ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে উল্লেখিত দুই জনকে বিবাদী করে থানায় মামলা দায়ের করেন, নং-৮(২০.২.২০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওই রতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী হৃদয় বাড়ৈ (১৫) ও নীরব অধিকারী (১৫)কে নিজ নিজ বাড়ি থেকে আটক করেন। আটককৃতদের শুক্রবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।